খুবসহজে আপনার সাধের Android ও Smartphoneএর পাওয়ার বাটন রক্ষা করুন(না দেখলে আপনার ফোনের ক্ষতি)

বর্তমানে এন্ড্রয়েড চালিত স্মার্টফোনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। এর ইন্টারফেসের কারনে এটি আরো বেশী জনপ্রিয়.হয়ে উঠছে।
নিচ থেকে App টি নামিয়ে নিন।
N.B Download করার জন্য Download এর নিচে টিক চিহ্ন টা উঠয়ে দিয়ে Download এ ক্লিক
করবেন।

সাধের স্মার্টফোনটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার.করি। সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত চাপাচাপি করতেই থাকি।
বেচারা ফোনের সারাটা দিন খুব ধকল যায়।এর মাঝে আমরা কতবার যে মোবাইল লক এবং আনলক করি তার হিসাব নেই। এর ফলে মোবাইলের পাওয়ার বাটনের উপর ক্ষতিকর প্রভাব পরে। নতুন নতুন ভালোই কাজ করে।.কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখা যায়, পাওয়ার বাটন দুই তিনবার চাপার পরেও কাজ করতে চায় না।কিন্তু পাওয়ার বাটন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোন কিছুই বেশী ব্যবহার করলে বেশীদিন টিকে না। তাই আজ থেকে পাওয়ার বাটনকে রক্ষা করার জন্য এর উপর নির্ভরশীলতা কমাতে হবে। কিন্তু কিভাবে?? এর জন্য আপনাদের সাথে এপস শেয়ার.করছি।এগুলোর মাধ্যমে আপনি আপনার.পাওয়ার বাটনে কোন প্রকার.টাচ না করেই মোবাইল লক এবং আনলক করতে পারবেন।
এই এপস টি ব্যবহার করার জন্য আপনার ফোনে “অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর” সেন্সর থাকতে হবে। এপসটি ইন্সটল করার পর ওপেন করে Air lock Screen অন করে দিন। তানপর নিচ থেকে Lock Screen Delay সেট করে নিন। এখন আপনার মোবাইলের উপরের দিকে এম্বিয়েট লাইট সেন্সর যেখানে থাকে তার উপর টাচ করুন অথবা উপর দিয়ে হাত Swipe করুন, লক হয়ে হয়ে যাবে। আবার Swipe করলে লক খুলে যাবে। এভাবে পাওয়ার বাটনকে নষ্ট হওয়ার হাত থেকে বাচাতে পারবেন।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন