দারুন খবর!!! নেটওয়ার্কের সকল পিসির প্রিন্ট বের করুন একটা প্রিন্টার দিয়েই……….....................

প্রথমে আপনার দেখুন আপনার পিসিতে নেটওয়ার্কিং ঠিক আছে কিনা যদি না থাকে তাহলে এখানে ক্লিক করুন।
এবার আপনার হোস্ট পিসির প্রিন্টার শেয়ার করুন। প্রিন্টার শেয়ার করতে আপনার Computer এর Control
Panel এ গিয়ে Printer and Faxes select করুন এখানে আপনার ইন্সটল করা প্রিন্টারের আইকন দেখতে পাবেন। এটার উপর রাইট বাটনে ক্লিক করুন এবং Properties click করুন এবং Sharing এ click করুন। স্কিন
শট দেখুনঃ
1.
এবার Ok করুন, আপনার হোস্ট পিসির কাজ শেষ মানে Printer Share করা শেষ।

এবার আপনার হোস্ট বা নেটওয়ার্কের অন্য পিসিতে যান এবং পূর্বের ন্যায় Control Panel  & Printer and
Faxes এ Click করুন, এবার বামে লক্ষ্য করুন লেখা আছে Add a printer এটাতে click করুন। আর বাদ বাকিটার জন্য আছে Screen Shootদেখুনঃ
2.
Next এ Click করুন
3.

লাল দাগ দেওয়া Cheek Box এ Click করুন এবং Next এ  Click করুন
4.

লাল টিক দেওয়া box এ  লিখুন \\192.168.0.1\Samsung এখানে 192.168.0.1 এর জায়গায় আপনার
পিসির IP লেখুন আর Printer এর জায়গায় আপনার Printer এর নাম ও মডেল লিখুন তারপর Next এ ক্লিক
করুন আর Finish এ Click করুন। ব্যাস হয়ে গেলো এবার অন্য পিসি থেকে প্রিন্ট করুন।
ভিন্ন পদ্ধতি
উপরের ২ নং Screen Shoot পর্যন্ত ঠিক আছে।তারপর লালদাগ দেওয়া Cheek Box এ Click করুন তারপর Next এ Click করুন , Screen Shoot দেখুনঃ
5.
এবার আপনার নেটওয়ার্কের প্রিন্টার খুজে বের করার জন্য কিছু সময় নিবে অপেক্ষা করুন। Printer Search করা শেষ হলে আপনি আপনার নেটওয়ার্কের যে Printer ব্যবহার করতে চান সেটা Select করুন আর Next এ Click করুন, Screen Shoot দেখুনঃ
6.
এবার list  দেখাবে সেখান থেকে আপনার Printer টি Select করুন প্রয়োজনে screen shoot দেখুন।
7.
এবার  দেখাবে আপনি Printer টি Default Printer হিসাবে ব্যবহার করবেন কিনা Yes or No তে Click করুন এবং Finish এ   Click করুন। ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনি আপনার নেটওয়ার্কের পিসি হতে প্রিন্ট করুন।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন