যেভাবে Pc টু Pc LAN করে ফাইল শেয়ারিং চালু করবেন তা শিখুন.........

  • এই টিউনে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি Pc টু Pc  LAN করে ফাইল শেয়ারিং চালু করবেন
আপনার যা প্রয়োজন হবে-
  • Ethernet Cable/ LAN Cable ১ টি
  • Windows 7 দুই কম্পিউটারেই
Ethernet Cable এর দাম খুব কম, কম্পিউটারের দোকানে গিয়ে বললেই আপনার ইচ্ছামত সাইজ এর Ethernet Cable বানিয়ে দেবে, তাদের বলে দিবেন যে pc to pc লেন করার জন্য ব্যেবহার করবেন।
এখন আপনাকে লেন সেটিংস কনফিগার করতে হবে । কেবল আগে বা পরে যে কন সময় লাগাতে পারেন
LAN সেটিংস কফিগারেশন
  • স্টার্ট মেনু তে জান
  • সার্চ প্রোগ্রামস এ লিখুন view network connections,
  • সার্চ প্রোগ্রামস এ লিখুন view network connections এ ক্লিক করুন
  • আপনার কম্পিউটারের মডেম গুল শো করবে  
  • আপনি যে মডেম দিয়ে লেন করছেন তার উপর Right Click  করুন -> Properties  এ জান
  • Internet Protocol Version 4 (TCP/IPv4 ) সিলেক্ট করুন ->  Properties   এ ক্লিক করুন 
  • Use the following IP address সিলেক্ট করুন
  • IP address: 192.168.0.1
  • Subnet mask: 255.255.255.0 Default gateway: 192.168.0.2 (এটা ২য় কম্পিউটারের IP Address)
  • OK করে বের হয়ে আসুন এবার ২য় কম্পিউটার কনফিগার করতে হবে
    • আগের ধাপ গুল অনুসরলন করে, ip,subnet,getway নিচের মত লিখুন
    • IP address: 192.168.0.2 Subnet mask: 255.255.255.0
    • Default gateway: 192.168.0.1 (এটা ১ম কম্পিউটারের IP Address)
    ওকে করে বের হয়ে আসুন Ethernet Cable/ LAN Cable দিয়ে দুই কম্পিউটার কানেক্ট করুন দেখবেন নেটওয়ার্কের জায়গায় অন্য কম্পিউটার শো করছেএই সেটিংস গুলো অনেকেই কতে পারেন তবে আপনারা ফাইল সেয়ারিং এ গিহে আটকে জান, অন্য কম্পিউটারের ফাইল Access করতে পারেন না, এখন দেখাব কিভাবে ফাইল শেয়ারিং চালু করতে হয়। ফাইল শেয়ারিং চালু করা ধরুন আপনি আপনার ১ নং কম্পিউটারের Local disk (D )২য় কম্পিউটারের সাথে শেয়ার করবেন,
    • My computer থেকে Local disk (D) (অথবা যে কন ড্রাইভ বা ফোল্ডার) এ রাইট ক্লিক করুন, -> Properties এ ক্লিক করুন
    • Security Tabe এ click করুন -> Edit এ Click করুন

    •   Add  এ ক্লিক করুন
    •  Enter  the object names  এ টাইপ করুন Everyone  , ok করে বের হয়ে আসুন
    • Properties থেকে Sharing Tab এ জান,
    • Advance sharing এ ক্লিক করুন,
    • Share this folder সিলেক্ট করুন, OK করে, close চেপে বের হয়ে আসূন,
    এখন অপর কম্পিউটার থেকে my computer-> Netwark এ গিয়ে ১ম কম্পিউটারে প্রবেশ করলে আপনে Local disk (D) দেখতে পারবেন,
    
    এভাবে আপনি আপনার  ১ নং অথবা ২নং কম্পীউটারের যে কোন ফাইল অপর কম্পীউটারের সাথে সেয়ার করতে পারবেন ।
    Share on Google Plus

    About Unknown

    This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
      Blogger Comment
      Facebook Comment

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন