ব্লগস্পটে ভাসমান সোস্যাল শেয়ার বাটন যোগ করুন খুব সহজে

ব্লগিং করতে গেলে SEO করতে হয়। আর তার জন্য সোস্যাল শেয়ার বাটন খুব দরকারি একটি জিনিস।এর মাধ্যমে আপনার ব্লগের ভিজিটররা ব্লগের লেখাকে তার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে।এতে করে আপনার অনেক লাভ হতে পারে আপনার সময় বাচবে টাকা বাচবে।এটি দেখেতে ও সুন্দর এতে করে আপনার সাইট আরও সুন্দর দেখা যাবে।



তাহলে আর দেরি না করে যোগ করে ফেলেন।

কিভাবে যোগ করবেনঃ

  • প্রথমে আপনার সাইটে লগিন করুন ।
  • Layout এ যান।
  • Add A Gadget এ ক্লিক করুন।
  • Html/javascript সিলেক্ট করুন।
  • এবার খালি বক্সে নিচের কোডটুকু পেস্ট করুন।
 <!-- Floating share button by blogtipsnticks.com -->
<div class="addthis_toolbox addthis_floating_style addthis_counter_style" style="left:120px;top:200px;">
<a class="addthis_button_facebook_like" fb:like:layout="box_count"></a>
<a class="addthis_button_tweet" tw:count="vertical"></a>
<a class="addthis_button_google_plusone" g:plusone:size="tall"></a>
<a class="addthis_counter"></a>
<a href='http://www.blogtipsnticks.com/2013/11/add-floating-social-share-button.html' rel='nofollow' target='_blank' style='color:#808000;'>Widget</a>
</div>
<script type="text/javascript">var addthis_config = {"data_track_addressbar":true};</script>
<script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-516ff8e04b04378b"></script>
<!-- Floating share button by blogtipsnticks.com-->

এবার সেভ করুন।দেখুন আপনার সাইটে এটি খুব সুন্দর ভাবে যোগ হয়ে গেছে। 


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন