আয় করুন Google Adsense দিয়ে সুন্দর ও সুষ্ঠভাবে এবং মান সম্মত পরিমাণে..

আসালামুয়ালাইকুম,
আমার এই টিউনটি মোট ২ বার পেন্ডিং করে দেওয়া হয়েছে, কিন্তু কেনো? আমি কি টিটির কোন টার্ম ভেংগেছি? Copy Past Tune পেন্ডিং করা হয় না আর আমার এই পষ্ট কি তো ১০০% ইউনিক + আমি তো কোন প্রকার ভুল কথা বলিনি তো কেনো এমন?
কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমি আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তা হল অনেক আলোচিত এবং লোভনিয়ো Google Adsense। আমরা অনেকেই Google Adsense এর নাম শুনেছি এবং অনেকে হয় তো অনেক চেষ্টাও করেছেন। কিন্তু বারাবরের মত অনেকে ব্যান খেয়েছেন কিংবা আশানুরূপ ফল পাননি এমন মানুষের সংখ্যা ও কম না। যাই হকঃ আপনার যদি Google Adsense থেকে ভাল পরিমানে আয় করতে চান তবে আমার সাথে শুরু করতে পারেন নতুন ভাবে নতুন পদ্ধতিতে পথ চলা। চলুন শুরু করিঃ
প্রথম কথা হল, Approved Google Adsense একাউন্ট। আপনার একটি Approved Google Adsense একাউন্ট থাকতে হবেই এবং Approved Google Adsense একাউন্ট পেতে আপনাকে অনেক কষ্ট করতে হবে। ধরে নিলাম আপনার Approved Google Adsense একাউন্ট আছে তবে Youtube থেকে নেওয়া Google Adsesne নয়, সেটা আবশ্যই blogger থেকে কিংবা নিজের টপ লেভেল ডোমেইন থেকে নেওয়া Approved Google Adsense একাউন্ট হতে হবে।

২য় কথাঃ ক্লিক রেট, এটি মুলতো আসল কথা যে আপনাকে ভাল পরিমানে আয় করতে সাহায্য করবে। এখানে বলে রাখা ভাল যে বর্তমানে আমাদের অনেক আপন-জন USA তে থাকে আপনি চাইলে তাদের ঠিকানা ব্যবহার করে Google Adsense একাউন্ট ব্যবহার করতে পারেন কেননা USA Google Adsesne এর ক্লিক মুল্য বাংলাদেশী Google Adsense একাউন্ট থেকে অনেক বেশি এবং ব্যান তুলনা মুলক কম খায় আবার সল্প পরিশ্রমে এপ্রুভাল পাওয়া যাই। আর কেউ না থাকলে মায়ের দেশের একাউন্টই ভরসা। তবে আপনার কাছে একান্ট না থাকলে আমার সাথে যগাযোগ করতে পারেন আমার কাছে দুইটি পিন ভেরিফাইড USA এবং BD ব্লগার হোস্টেট একাউন্ট হবে। [কিছু মনে করবেন না]
৩য় কথাঃ কি ধরনের একাউন্ট আপনি ব্যবহার করবেন? Hosted নাকি None-Hosted?আমার মতে Blogger Hosted Google Adsense একাউন্ট সব থেকে ভাল এবং ফেক ক্লিক কিছুটা হলেও সহ্য করে এর প্রমাণ আমি নিজে। আমি প্রথমে None-Hosted Google Adsense একাউন্ট ব্যবহার করতাম কিন্তু শুধু শুধু ব্যান খেতাম পরে আমার বড় ভাইয়ের USA ঠিকানা ব্যবহার করে Blogger Hosted একাউন্ট ব্যবহার করতেছি। এটা আমার গেল মাসের রিপর্ট, এই মাসের টা নাই বা দিলাম। কষ্ট করার মন মানুষিকতা যাদের আছে তারা সফল হবেই হবে যে যতই বাধাঁ আসুক না কেনো।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন