PhotoShop দিয়ে পৃথিবী তৈরী কিভাবে করবেন দেখে নিন খুব সহজে.......................

শিরোনাম দেখেই হয়তো আপনারা বুঝে ফেলেছেন কি বলতে চাচ্ছি। তবুও একবার এটার ছবি দিয়ে দেইঃ
তো চলুন শুরু করা যাক...
যা যা লাগবেঃ
  1. Adobe PhotoShop (Any Version)
  2. This custom PhotoShop shape. Click here to download.
  • PhotoShop ওপেন করুন।
  • নতুন ডকুমেন্ট খুলুন।Height Width যাই দেন না কেন, Background Contents Transparent দেন।
  • Background হিসেবে #00AEEF দিন
  • Download করা zip ফাইলটি Unzip করুন।
  • World Map ফাইলটাতে ডাবল ক্লিক করুন।
  • কাস্টম শেপ টুলে ক্লিক করে একদম শেষে যান। ৬টা নতুন শেপ দেখতে পাবেন।
  • ১ম টা সিলেক্ট করে Shift চেপে মাউসকে টানুন। (কালার #007236 দিতে পারেন।)
  • এবার Elliptical Marquee Tool সিলেক্ট করে Shift চেপে একটি বৃত্ত আঁকুন।
  • Ctrl+Shift+i চাপুন ও উভয় লেয়ার থেকে বাকি অংশ Delete চেপে কেটে ফেলুন।
ব্যাস, হয়ে গেল আমাদের 'পৃথিবী'!
আশা করি বুঝতে সমস্যা হয়নি। সময় স্বল্পতার কারণে ভালো ভাবে লিখতে পারিনি। তাছাড়া ছবিও আপলোড দিতে পারিনি। ভালো লাগলে টিউমেন্ট করে উৎসাহিত করবেন, আর খারাপ লাগলেও করবেন, আর সাথে বলে দিবেন কোন জায়গাটা খারাপ হয়েছে। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে তো কথাই নেই! সর্বাত্মক চেষ্টা করব আমি বুঝিয়ে দেয়ার।
দয়া করে কেউ এই টিউনটি কপি করে নিজের নামে চালিয়ে দেবেন না।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন