আজ আমি আলোচনা করবো কম্পিউটার ব্যবহারকারিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় ডিলিট করা ফাইল Recycle Bin থেকে ফিরিয়ে আনবো কিভাবে। অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ ফাইল বা ডকুমেন্ট ভুল বশত ডিলিট করে ফেলি। এ ধরনের ভুল কমবেশি সকলেরই হতে পারে। কিন্তু যদি না জেনে থাকেন কিভাবে এই ডিলিট করা ফাইল ফিরিয়ে আনতে হয়, তাহলে হয়তো আপনি প্রবলেমে আছেন। এমন সময় কি করবেন ? আমরা যারা কম্পিউটার ব্যবহার করছি তাদের অনেকেই হয়তো জানেন না Recycle Bin থেকে কিভাবে ফাইল Restore করতে হয়। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে Recycle Bin থেকে ডিলিট করা ফাইল ফিরিয়ে আনবো কিভাবে ?
যেহেতু আলোচনা করছি ডিলিট করা ফাইল ফিরিয়ে আনা বিষয়ে তাই প্রথমে আমাদের একটি ফাইল ডিলিট করতে হবে। সে কারনে CV-2 নামের আমার একটি ফাইল ডিলিট করবো। আর তাই ফাইল ডিলিট করার জন্য ফাইলের উপরে মাউস রেখে রাইট ক্লিক করুন। একটি অপশন মেনু আসবে। অপশন মেনুতে Delete এ ক্লিক করুন তাহলে ফাইলটি ডিলিট হয়ে যাবে। অথবা কিবোর্ড থেকে Delete key চাপলেও ফাইলটি ডিলিট হয়ে যাবে । নিচের ছবিটি অনুসরণ করুনঃ
উপরের ছবিতে লক্ষ্য করলে কিভাবে ফাইল ডিলিট করা হয়েছে সেটি দেখতে পাবেন।
এবার ডিলিট অপশন থেকে ডিলিট করার পর একটি Delete Folder নামের দায়ালগ বক্স ওপেন হবে। এই ডায়ালগ বক্সটি মুলত কনফার্ম হওয়ার জন্য যে আপনি যে ফাইলটি ডিলিট করছেন সেটি Recycle Bin এ Move করবেন কিনা ? যদি Recycle Bin এ Move করতে চাইলে Yes আর না করলে No তে ক্লিক করতে হবে।
উপরের ছবিতে লক্ষ্য করুন, ফাইলটি ডিলিট করার পর Delete File নামের একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে। এবং ফাইলটি Recycle Bin এ Move করার জন্য Yes এ ক্লিক করুন।
ফাইলটি Recycle Bin এ Move করার জন্য Yes এ ক্লিক করুন। এখন আপনার ফাইলটি ডিলিট হয়ে গেছে। কিন্তু ফাইলটি পুরোপুরি ডিলিট হয়ে যায়নি, ফাইলটি Recycle Bin এ রয়েছে। আপনি যদি Recycle Bin থেকে ডিলিট করেন তাহলে ফাইলটি Permanently ডিলিট হয়ে যাবে। এবার চলুন Recycle Bin ওপেন করে দেখে নেই ফাইলটি সেখানে রয়েছে কিনা ? আর ফাইলটি সেখানে থাকলে সেটি Restore কিভাবে করতে হয়।
উপরের ছবিতে লক্ষ্য করুন, Recycle Bin ওপেন করা হয়েছে এবং সেখানে ফাইলটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও Recycle Bin উইন্ডোতে Restore অপশনটি চিহ্নিত করা হয়েছে।
এবার ফাইলটি পুনরায় ফিরিয়ে আনার জন্য প্রথমে ফাইলটি সিলেক্ট করুন, তারপর Restore this item এ ক্লিক করুন। তাহলে Recycle Bin উইন্ডো থেকে ফাইলটি Restore হয়ে পুনরায় পূর্বের অবস্থানে ফিরে যাবে এবং উইন্ডোটি Empty হয়ে যাবে।
উপরের ছবিতে দেখুন, Recycle Bin উইন্ডোটি খালি হয়ে গেছে অর্থাৎ ফাইলটি আগের অবস্থানে ফিরে গেছে।
উপরের ছবিতে দেখুন, Recycle Bin থেকে Restore করার পর ফাইলটি পুনরায় ফিরে আসেছে।
কিভাবে ডিলিট করা ফাইল ফিরিয়ে আনতে হয় কিভাবে এখন নিশ্চয় বুঝতে পারছেন। আমি বিষয়টি সহজ ভাবে তুলে ধরতে চেষ্টা করেছি জাতে আপনি খুব সহজেই বিষয়টি বুঝতে পারেন। যদি আমার এই আলোচনা আপনার ভাল লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন অন্যদের সাথে। আর কমেন্ট করে আপনার মতামত জানান আমাদেরকে। আমরা চেষ্টা করবো আপনার প্রয়োজনীয় তথ্য গুল কিভাবে.কম এ দেয়ার জন্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন