কিভাবে Suspended Ad sense ইউজার পুনরাই Ad sense নিতে পাবেন???

আসা করি সবাই ভালো আছেন।গতকাল বিশ্বের নাম করা কিছু YouTuber এবং তাদের দৈনিক ইনকাম নিয়ে টিউন দিয়ে ছিলাম।আজ শিখাবো কিভাবে Suspended  Adsense ইউজার পুনরাই কিভাবে Adsenseনিতে পাবেন?? এবং নতুনদের জন্য কেমনে YouTube এর ভিডিও থেকে আয় করবেন। Adsense একটি সাধারন বিষয় একজন ভালো ব্লগারের জন্য আবার তেমনি খারাপও কারন Adsense  থেকে Approval পেলে আপনাকে অনেক কিছু মেনে চলতে হবে।
প্রখমে নতুনদের জন্য YouTube এর ভিডিও থেকে আয় নিয়ে আলোচনা করবো তারপর কিভাবে Suspended  Adsense ইউজার পুনরাই Adsense পাবেন?  সেই বিষয়ে আলোচনা করা হবে।
আামার গত টিউন যারা মিস করেছেন তারা এখান থেকে দেখে নিতে পারেন।
আপনারা হয়তো আমার গত টিউন এর ভিডিও চ্যানেল গুলোতে দেখেছেন সেখানে ভিডিও চলার কিছু সময় পর বা শুরুর আগে অ্যাড দেখায়। এই অ্যাড থেকেই আয় করা যায়।চ্যানেল এর ভিডিও গুলো যতো View হবে ততো ইনকাম।তাই চলেন কেমনে YouTube channel তৈরি করে দেখে নেই :
১. প্রথমে আপনি YouTube এ যান তারপর আপনার জি মেইল দিয়ে লগিং করুন।
২ এখন আপনার যদি কোন চ্যানেল না থাকে তবে আপনি দেখতে পাবেন "create a channel"অপসন
বিস্তরিত নিচের ভিডিও দেখে শিখে নিয়ে কারন এ্যকাউন তৈরি করা তো সহজ বিষয়।
এখন আসা যাক কেমনে আপনি এই চ্যানেলের জন্য অ্যাডসেস পাবে?
একজন নতুন ইউজার এর জন্য YouTube এ Adsense পাওয়া বর্তমান সময়ে কঠিন কারন কিছু দিন আগেও অনেক সহজ ছিল কিন্তু বর্তমানে কঠিন।তাই প্রথমে আপনাকে আপনার চ্যানেল এর জন্য Subscriber বাড়াতে হবে এবং ভিডিওতে  View বাড়াতে হবে।তবে কারো পুরাতন Channel থাকেলে তো কোন কথাই নেই।পুরাতন Channel নিয়ে নিচে আলোচনা করা হবে।তাই নতুনদের এইটাই কাজ।

এখন আসা যাক কিভাবে Suspended  Adsense ইউজার পুনরাই কিভাবে Adsense নিতে পাবেন??

জানি না এতো গোপন তথ্য কেউ দিবে কিনা তাবে আমি দিচ্ছি।আশা করি ভালো কাজে লাগাবেন।আপনার যদি  পুরাতন YouTube Channel থাকে এবং যাতে এ Adsense ছিল কিন্তু তা বাতিল হয়ে গেছে বা আপনার Adsense অন্য কোন কারনে বাতিল হয়ে গেছে।তাহলে এখুনি নতুন gmail Account খুলুন।তবে নাম ঠিক রেখে শুধু ঠিকানা পরিবর্তন করে নিন।
এরপর আপনার পুরাতন YouTube Channel টিকে আপনার নার নতুন ্জিমেল এর মালিকানা মানে Add New Manager করে নিন এবং একদিন অপেক্ষা করুন। এরপর পুরাতন একাউন্ট থেকে নতুন জিমেল এর মলিকানা পারির্তন করে দিন মানে Channel Owner বানিয়ে দিন এবং পুরাতন মালিকানা delete করুন।
এই ভিডিওটিতে মালিকান পরিবর্তন এর উপর টিপস দেয়া আছে দেখে নিতে পারেন  । এখানে ক্লিক করুন 
এখন YouTube Channel দিয়ে নতুন Adsense খুলুন।বাস কাজ শেষ।আমি একই নাম ও কাছাকছি ঠিকানা দিয়ে দুইটা Adsense ব্যবহার করছি।তাই কারো কোন প্রবলে হবে না আশা করি। কোন প্রশ্ন থাকলে জানাবেন।টিউন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন