Wondershare এর সফটওয়্যার গুলোর সাথে আমরা অনেকেই পরিচিত। এদের অসাধারণ কিছু সফটওয়্যার এর মধ্যে রয়েছে Wondershare Video Player,Wondershare Video Converter এবং আরও অনেক কিছু। তো আজকে যে সফটওয়্যারটির কথা বলছি, সেটি Wondershare এর এক অসাধারণ ভিডিও এডিটিং সফটওয়্যার, নাম Wondershare Video Editor.
বেসিক ভিডিও এডিটিং এর জন্য আমরা এক্সপি-ভিস্তা যুগে ব্যবহার করতাম, Windows Media Player। কিন্তু মাইক্রোসফট পরবর্তীতে উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮/৮.১ ভার্সন গুলতে এটি রিমুভ করে দিয়েছে, আলাদা ভাবে Windows Essential ডাউনলোড করে ইন্সটল করতে হয়।(Windows Essential এর ভেতর Windows 7/8/8.1 এর জন্য Windows Movie Maker 2012 ইনক্লুড করা হয়েছে। )কিন্তু ডাউনলোড যখন করতেই হবে, তখন আরও উন্নত মানের সফটওয়্যার ডাউনলোড করা-ই বুদ্ধিমানের কাজ।
Wondershare ভিডিও এডিটর দিয়ে শুধু মাত্র বেসিক ভিডিও এডিটিং-ই নয়, professional-looking ভিডিও-ও আপনি বানাতে পারবেন।
তো দেখে নেই, কি কি সুবিধা এরঃ
- Picture-in-Picture:
- Scene Detection:
- Green Screen
- Split Screen
- Auto Enhance
- Face off
- Close-up
সহজ ইন্টারফেস
এছাড়া রয়েছে-
সিস্টেম Requirements:
সাপোরটেড অপারেটিং সিস্টেম | উইন্ডোজ এক্সপি,ভিস্তা,৭/৮ |
সাপোরটেড প্রসেসর | Intel/AMD 1GHz অথবা ততোধিক |
RAM | কমপক্ষে ৫১২ মেগাবাইট |
এবার ডাউনলোড এর পালাঃ(Crack+File)
(৮৬ এমবি প্রায়)
- প্রথমে ফাইল ডাউনলোড করে Extract করুন।
- ইন্সটল করুন Wondershare Full Version.exe।
- আনচেক করুন “Join the User Experience Improvement Program”.
- Crack ফোল্ডার ওপেন করুন।
- Crack রান করুন
- এনজয়।
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন