ব্লগার ব্লগে উইজেট বা গ্যাজেট যোগ করুন খুব সহজে

মাঝে মাঝে আপনি জাস্ট এক ক্লিকে ইন্সটল করার উইজেট পাবেন। যেমন আমি অ্যাড-দিজ.কম থেকে একটি উইজেট ইন্সটল করব। উইজেটটি হচ্ছে আমাদের ব্লগে সোশ্যাল শেয়ার বাটন যুক্ত করার উইজেট। সেখান থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন, ব্লগার, ওয়ার্ডপ্রেস, জুমলা ইত্যাদির জন্য শেয়ার উইজেটটি পাওয়া যায়। এরপর আমি ব্লগার সিলেক্ট করার জন্য Install Widget এ ক্লিক করলাম। তারপর নতুন একটি ট্যাবে উইজেটটি ইন্সটল দিতে বলা হল। আমি আমার কাঙ্খিত ব্লগ সিলেক্ট করে Add Widget এ ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল! রেডিমেড উইজেটের ক্ষেত্রে এরকম নিয়ম প্রযোজ্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এই ধরণের উইজেটের সংখ্যা বেশ কম। নীচের ছবিটা দেখুন।

ব্লগার ব্লগে উইজেট / গ্যাজেট যোগ করুন



ডিফল্ট উইজেট ইন্সটল

 

আর আপনার ব্লগার ব্লগের জন্য গুগলের নিজস্ব কিছু উইজেট আছে, যেগুলো আপনি ব্যাবহার বা ইন্সটল করতে পারেন। সেগুলো পেতে হলে  প্রথমে ব্লগার ড্যাশবোর্ডে যান। এরপর সেখান থেকে ব্লগের  Layout এ যান। দেখবেন, আপনার ব্লগের নকশা হচ্ছে এই লে-আউট। এখানে যেকোন স্থানে আপনি উইজেট যুক্ত করতে পারবেন। যেখানে যুক্ত করবেন, আপনার ব্লগের ঠিক সেখানে উইজেটটি প্রদর্শিত হবে। উইজেট যুক্ত করতে Layout এ এসে, Add a Gadget  এ ক্লিক করুন।

ব্লগার ব্লগে উইজেট / গ্যাজেট যোগ করুন

দেখবেন গুগলের অনেক রেডিমেড উইজেট ইন্সটল করতে পারবেন। যেমন, Pages, Google Plus, Popular Posts, Email Subscription, Blogs Stats, Image, Search Box, ইত্যাদি বহু উইজেট পাবেন, যা আপনার দরকার হতে পারে। নীচের এবং উপরের ছবি দুটি দেখুন, বুঝবেন আশা করি।

ব্লগার ব্লগে উইজেট / গ্যাজেট যোগ করুন

কাস্টম উইজেট ইন্সটল


আর যদি ইন্টারনেট থেকে কোন উইজেট তথা কোড পেয়ে থাকেন, সেটি ইন্সটল করবেন কীভাবে? খুব সহজ। ব্লগার ড্যাশবোর্ড >> Layout >> Add Gadget >> HTML / Javascript  >> (Paste your Code) >> Save। 
ব্লগার ব্লগে উইজেট / গ্যাজেট যোগ করুন

খুব সহজ নয় কি? এভাবে কাস্টম উইজেটের কোড ইন্সটল করতে হয়।  উপরের ইমেজটি ভালো করে দেখুন। কোন সমস্যা হলে নির্দ্বিধায় কমেন্ট করুন।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

2 মন্তব্য(গুলি):