ডিফল্ট উইজেট ইন্সটল
আর আপনার ব্লগার ব্লগের জন্য গুগলের নিজস্ব কিছু উইজেট আছে, যেগুলো আপনি ব্যাবহার বা ইন্সটল করতে পারেন। সেগুলো পেতে হলে প্রথমে ব্লগার ড্যাশবোর্ডে যান। এরপর সেখান থেকে ব্লগের Layout এ যান। দেখবেন, আপনার ব্লগের নকশা হচ্ছে এই লে-আউট। এখানে যেকোন স্থানে আপনি উইজেট যুক্ত করতে পারবেন। যেখানে যুক্ত করবেন, আপনার ব্লগের ঠিক সেখানে উইজেটটি প্রদর্শিত হবে। উইজেট যুক্ত করতে Layout এ এসে, Add a Gadget এ ক্লিক করুন।
দেখবেন গুগলের অনেক রেডিমেড উইজেট ইন্সটল করতে পারবেন। যেমন, Pages, Google Plus, Popular Posts, Email Subscription, Blogs Stats, Image, Search Box, ইত্যাদি বহু উইজেট পাবেন, যা আপনার দরকার হতে পারে। নীচের এবং উপরের ছবি দুটি দেখুন, বুঝবেন আশা করি।
কাস্টম উইজেট ইন্সটল
আর যদি ইন্টারনেট থেকে কোন উইজেট তথা কোড পেয়ে থাকেন, সেটি ইন্সটল করবেন কীভাবে? খুব সহজ। ব্লগার ড্যাশবোর্ড >> Layout >> Add Gadget >> HTML / Javascript >> (Paste your Code) >> Save।
খুব সহজ নয় কি? এভাবে কাস্টম উইজেটের কোড ইন্সটল করতে হয়। উপরের ইমেজটি ভালো করে দেখুন। কোন সমস্যা হলে নির্দ্বিধায় কমেন্ট করুন।
অসংখ্য ধন্যবাদ, এ্যাডমিনকে।
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ, এ্যাডমিনকে।
উত্তরমুছুন