পেজ নাম্বার যোগ করবেন কিভাবে আপনার ব্লগস্পট ব্লগে........

ভালো ব্লগে সাইটে গেলে দেখা যায় প্রতিটা পেজের নিচে খুব সুন্দর পেজ নাম্বার থাকে তখন দেখে মনে হয় এগুলো আমিও যোগ করবো।আর সাধারনত ব্লগের নাম্বার থাকে না সেখানে পরের পেজ এবং আগের পেজ থাকে মানে Next এবংPrevious post থা
কে।
এখন আপনি চাইলে সুন্দর পেজ নাম্বার যোগ করতে পারেন।এটা দেখতে আসলেই খুব সুন্দর।এটা যোগ করার সাথে সাথে আপনার ব্লগের নিচে Next,Previous,Home এগুলো থাকবে না সেখানে নাম্বার যোগ হবে।



 কিভাবে যোগ করবেনঃ
  • প্রথমে ব্লগে প্রবেশ করুন।
  • Template এ যান।
  • Edit Template এ ক্লিক করুন।
  • এবার ]]></b:skin> এইটুকু খুজুন এবং নিচের কোডগুলো এর উপরে বসিয়ে দিন।
  .showpageNum a {
background: #02ab68;
padding: 5px;
padding-left: 10px;
border: 1px solid #b9b9b9;
padding-right: 10px;
margin-right: 5px;
color: #000;
font-weight: bold;
}
.showpage a {
background: #02ab68;
padding: 5px;
padding-left: 10px;
border: 1px solid #b9b9b9;
padding-right: 10px;
margin-right: 5px;
color: #000;
font-weight: bold;
}
.showpageArea {
float: left;
}
.feed-links {
display: none;
}
.showpageArea a {
float: left;
font-size: 15px;
color: #fff!important;
padding-left: 15px;
padding-right: 15px;
}
.showpagePoint {
float: left;
font-size: 15px;
padding-left: 15px;
padding-right: 15px;
}
.showpageArea a {
text-decoration: none;
}
.showpageArea {
float: left;
width: 363px;
margin-top: 10px;
}
 এবার সেভ না করে </body> ট্যাগটি খুজুন এবং নিচের কোডটূকু এর উপরে বসিয়ে দিন। 
 <!--Page Navigation Starts-->
<b:if cond='data:blog.pageType != &quot;item&quot;'>
<b:if cond='data:blog.pageType != &quot;static_page&quot;'>
<script type='text/javascript'>
var pageCount=6;
var displayPageNum=6;
var upPageWord =&#39;Previous&#39;;
var downPageWord =&#39;Next&#39;;
</script>
<script src='http://widcraft.googlecode.com/svn/blogger_pagenavi_min.js' type='text/javascript'/>
</b:if>
</b:if>
<!--Page Navigation Ends -->

এবার সেভ করুন।এবার আপনি সফল ভাবে নাম্বার যোগ করতে পেরেছেন।আপনার ব্লগে যান এবং হয়েছে কি না?
এখানে পরিবর্তন করবেন কিভাবে। 
প্রতিটা পেজের পাশে মোট পেজ সংখ্যা দেখা যায় যদি মনে করেন আপনি মোট পেজ সংখ্যা দেখাবেন না তাহলে নিচের কোড টুকু উপরের সিএসএস কোডের মধ্যে পেস্ট করে দেন।
 .showpageOf {
display: none;
}
কালার পরিবর্তন করতে ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার কোড পরিবর্তন করে দেন।

আশা করি কাজে লাগবে,ভালো থাকবেন কোন সমস্যা হলে কমেন্ট করবেন। 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন