Microsoft Excel এ সেল ফরম্যাটিং পর্ব ৫ এ আজ আমরা আলোচনা করবো Border ট্যাবের বিভিন্ন অপশন গুলো কিভাবে ব্যবহার করতে হয়। আসুন জেনে নেই সেল ফরম্যাটিং এ বর্ডার ট্যাবের অপশন গুলো কি কি ?
বর্ডার নেওয়াঃ
Microsoft Excel এ ওয়ার্কশীটে কোন লেখাতে বর্ডার ব্যবহার করতে চাইলে ফরম্যাট সেল ডায়ালগ বক্সের Border ট্যাব থেকে লেখাতে বর্ডার ব্যবহার করতে পারবেন। আবার আপনি চাইলে রিবনের Home ট্যাবে Font গ্রুপ থেকেও লেখাতে বর্ডার ব্যবহার করতে পারবেন। আমরা আলোচনা করবো ফরম্যাট সেল থেকে লেখাতে বর্ডারের ব্যবহার সম্পর্কে। লেখাতে বর্ডার ব্যবহার করার জন্য প্রথমে যে সেলের লেখাতে বর্ডার ব্যবহার করতে চান সে সেল বা সেলগুলোকে সিলেক্ট করুন, তারপর ফরম্যাট সেল ডায়ালগ বক্সের Border ট্যাবে ক্লিক করুন। এখানে বর্ডার অপশন থেকে লেখার যে অংশে বর্ডার ব্যবহার করতে চান বর্ডার অপশনে সে অংশে ক্লিক করুন। নিচে ছবির মাধ্যমে দেখানো হলঃ
উপরের ছবিতে লক্ষ্য করুন, এখানে লেখাতে বিভিন্ন দিকে বর্ডার ব্যবহার করার জন্য বর্ডার অপশন গুলো ব্যবহার করা হয়েছে। যদি আপনি লেখার আউটলাইনে অর্থাৎ লেখার চারদিকে বর্ডার ব্যবহার করতে চান Presets অপশন থেকে Outline এ ক্লিক করুন। তাহলে লেখার চারদিকে তা চলে আসবে।
এক্সেলে বোর্ডার স্টাইল করাঃ
যদি আপনি লেখাতে বিভিন্ন ধরনের বর্ডার ব্যবহার করতে চান বা বিভিন্ন স্টাইলের বর্ডার নিতে চান সে ক্ষেত্রে Styleঅপশনটি ব্যবহার করতে হবে। লেখাতে বর্ডার নেওয়ার পর বর্ডার স্টাইল করার জন্য স্টাইল থেকে আপনার পছন্দ মতো বর্ডার স্টাইলটিতে ক্লিক করুন। তারপর বর্ডার অপশন এ গিয়ে প্রয়োজনীয় দিকের বোর্ডারে ক্লিক করুন, এবার OK ক্লিক করুন। তাহলে আপনার সিলেক্ট করা লেখার বর্ডারটি স্টাইল পরিবর্তন করবে। নিচের ছবিতে বিষয়টি দেখানো হলঃ
উপরের ছবিতে লক্ষ্য করুন, প্রথমে বর্ডার স্টাইল সিলেক্ট করে তারপর লেখার আউটলাইনে বর্ডার নেওয়া হয়েছে। ফলে সিলেক্ট করা স্টাইলটি লেখার আউটলাইনের বর্ডারে ব্যবহার হয়েছে।
বর্ডার কালার করাঃ
আপনি যদি বর্ডারে কালার ব্যবহার করতে চান তাহলে বর্ডার ট্যাবের Color অপশনটি ব্যবহার করতে হবে। বর্ডারে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করার জন্য কালার অপশন থেকে পছন্দ মতো কালারটিতে ক্লিক করুন। তারপর বর্ডার স্টাইল সিলেক্ট করে বর্ডার অপশন এ অথবা আউটলাইনে ক্লিক করুন। এবার OK ক্লিক করুন, তাহলে লেখাতে ব্যবহৃত বর্ডারটি স্টাইল সহকারে কালার হয়ে যাবে। নিচের ছবিতে বিষয়টি দেখানো হলঃ
উপরের ছবিতে লক্ষ্য করুন, বর্ডারে কালার ব্যবহার করার জন্য কালার অপশন থেকে কালার ব্যবহার করে বর্ডার অপশন বা আউটলাইন ব্যবহার করা হয়েছে। ফলে লেখাতে বর্ডারটি কালার ধারণ করেছে।
Microsoft Excel এ সেল ফরম্যাটিং পর্ব ৫ এর আলোচনায় আজ আমরা Border ট্যাব থেকে কিভাবে বর্ডার নিতে হয়, স্টাইল করতে হয় এবং বর্ডার কালার করতে হয় তা নিয়ে আলোচনা করেছি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন